রাজধানীর কাফরুলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে কাফরুলের বাইশচেক এলাকার আলী হোসেন রোডে এ ঘটনা ঘটে।
পল্লবী জোনের সহকারী পুলিশ (এসি) কমিশনার জাকির হোসেন জানান, এদিন রাতে ভাষানটেক এলাকার একাধিক হত্যাসহ ৩০টি মামলার আসামি সালাম (৩০) তার দলবল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে সালাম গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১টা ২০ মিনিটে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, ঘটনাস্থল দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।




Discussion about this post