রোববার হিসাব শাখার কর্মকর্তারা সম্মানির চেক নিয়ে গেলে তা ফেরত দেন মেয়র। ভবিষ্যতেও তার প্রাপ্য সম্মানি দাতব্য কোন প্রতিষ্ঠানে দান করে দিতে বলেন।
মেয়র নির্বাচিত হলে সম্মানি নিবেন না বলে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন।
২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
৬ মে শপথ গ্রহন করলেও আইনি বাধ্যবাধকতার কারণে দায়িত্ব নেন ২৬ জুলাই।
কর্পোরেশনের হিসাব রক্ষক কাজী আবু তৈয়ব বলেন, দায়িত্বগ্রহণের পর জুলাই মাসের ছয়দিনের সম্মানির চেক নিয়ে মেয়র মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি সম্মানি গ্রহণ না করে কোন দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিতে বলেছেন।
ছয়দিনে মেয়রের সম্মানির পরিমাণ দাড়ায় ১৮ হাজার ২৯০টাকা।




Discussion about this post