ঢাকায় এসে আত্মহত্যাকারী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (০২ আগস্ট) রাতে তার গুলশান কার্যালয়ে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী খাদিজা বেগমের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় আইয়ুব খানের দুই সন্তানও উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফত, ১ম যুগ্ম-সম্পাদক সাদেক খান প্রমুখ।




Discussion about this post