অতিরিক্ত সচিব পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্যকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো.বজলুর রহমানকে ওএসডি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত মো. নুরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক জাভেদ আহমেদকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হরা হয়।
অপর এক আদেশে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
যুগ্ম-সচিব পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আবুল মনসুর মোহাম্মদ শারফ উদ্দিনকে ইলেকট্রিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত পরিমল চন্দ্র দেবকে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট্রের পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক মো.আব্দুল লতিফকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ আব্দুল মান্নানকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার ফরিদ আহমেদ ভূঞাকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. রমজান আলীকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সচিব (বেপজা) করা হয়। অপরদিকে বেপজার সচিব মো. শওকত নবীকে জাতীয় যাদুঘরের সচিব করা হয়।
অপর এক আদেশে ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ স ম মৈনুরকে ওএসডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রণব কুমার নিয়োগীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।




Discussion about this post