ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা এস এ নাহিদ হ্যাপিকে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির গেটের সামনে থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন, র্যাব-২।
সোমবার (০৩ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৪ জুলাই মেয়র আনিসুলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তিনি গুলশান মডেল থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে হুমকিদাতা এস এ নাহিদ হ্যাপিকে গ্রেফতার করা হয়।
র্যাব-২’র অপারেশন অফিসার এএসপি ফেরদৌসী রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



Discussion about this post