ফরিদ সোবহান, চবি প্রতিনিধি, বিডি ল নিউজ: আগামি ৯ আগস্ট রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস
কর্মবিরতির ঘোষণা দিয়েছে চবি শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত ৮ম বেতন কাঠামো সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করা করা হয়। বৃহস্পতিবার চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক ড. এস. এম. খসরুল আলম কুদ্দুসী সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে শিক্ষক সমাজের জন্য অবমাননাকর ও বৈষম্যমূলক বেতন কাঠামো পুনঃনির্ধারণ করে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। দাবী আদায়ের প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তঁারা। বিবৃতিতে উল্লিখিত অন্যান্য দাবিগুলো হলো, অধ্যাপকদের বেতন-ভাতা জ্যৈষ্ঠ সচিবের সমতুল্য করা; সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতনকাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা এবং প্রত্যাশিত বেতনকাঠামো অনুযায়ী ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ‘ -এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদা নিশ্চিত করা। এসব দাবীর সমর্থনে বেশ কয়েকদফা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পর ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক দাবী মেনে না নেয়ায় এ ধরনের কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এসব দাবী আদায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রায় গত তিন মাস ধরে আন্দোলন করে আসছে।




Discussion about this post