ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হত্যাকারীদের শনাক্ত করে অচিরেই গ্রেপ্তার করা হবে। হত্যাকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, খামাখা কাউকে গ্রেপ্তার করে হয়রানি করতে চাই না। আমরা শনাক্ত করে প্রমাণ পেয়ে খুনিদের গ্রেপ্তার করতে চাই। আজ শনিবার ফার্মগেটে আইডিয়াল ল কলেজে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শুক্রবার রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসায় ঢুকে ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নিলয় নীলকে (৪০) খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পরদিন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটানোর আগেই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিলয় হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দা সংস্থা ছাড়াও আরও অনেক সংস্থাই কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমারা আশা করছি অচিরেই খুনিদের ধরতে পারবো।




Discussion about this post