শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ দেখে অভিভূত ব্রাজিলের প্রখ্যাত ঔপন্যাসিক পল কোয়েলহো। বেস্টসেলার ‘দ্য আলকেমিস্ট’-এর লেখক কিং খানের এই সিনেমাকে চলতি বছরে তাঁর দেখা সেরা সিনেমা বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ২০১০-এ মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত ‘মাই নেম ইজ খান’।
৯/১১ হামলার পর মানসিক রোগে আক্রান্ত এক ভারতীয় মুসলিমের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার জন্য আমেরিকায় আসার ঘটনা নিয়ে সিনেমার কাহিনী আবর্তিত। কোয়েলহো টুইটারে করণ জোহর পরিচালিত এই হিট সিনেমার প্রশংসার পঞ্চমুখ হয়েছেন। তিনি লিখেছেন, ‘এ বছরে আমার দেখা সেরা সিনেমা মাই নেম ইজ খান। করণ জোহর ও শাহরুখকে অভিনন্দন। আশা করি, আপনাদের আরও ছবি ইউরোপে দেখতে পাব। এই সিনেমা দেখার জন্য আমাকে ছয় বছর অপেক্ষা করতে হল’।
এর জবাবে শাহরুখ লিখেছেন, ‘আপনার ঠিকানাটা দিন,স্যর । আমি যে কোনও ভারতীয় সিনেমাই মুক্তি পাওয়া মাত্র আপনাকে পাঠিয়ে দেব। আপনার লেখা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পড়ি’।
করণ জোহরও প্রখ্যাত লেখককে ধন্যবাদ জানিয়েছেন।লিখেছেন, ‘আপনার প্রশংসা আমাদের কাছে সম্মানের বিষয়’।




Discussion about this post