যে সকল বীর জওয়ান নিজেদের প্রাণের বিনিমেয় দেশবাসীকে রক্ষা করেন, তাঁদের বৃহৎ বলিদানকে খুব কমই স্বীকৃতি দেওয়া হয়। এমনটাই মনে করেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
নিজের ব্লগে অমিতাভ জওয়ানদেরকে সমাজের ‘প্রকৃত রক্ষাকর্তা’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘জওয়ানরা আমাদের দেশের সীমান্তে যুদ্ধ করেন, দেশকে রক্ষা করেন এবং আমরা যাতে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তা নিশ্চিত করেন। তাঁরাই দেশের প্রকৃত রক্ষাকর্তা। তাঁরা বলিদান দেন অথচ আমরা খুব কমই তাঁদের সেই কাজকে স্বীকৃতি দিই।’
তিনি আরও জানান, ‘আমরা তাঁদের দেখে উদ্বুদ্ধ হই। আমরা তাঁদের কুর্নিশ করি। আমরা কুর্নিশ করি আমাদের জন্মভূমিকে যে দেশে এই বীর যোদ্ধারা জন্ম নিয়েছেন। যে দেশ এই বীর সেনানীদের তৈরি করেছে। শুধু ক্ষমতা ও ইচ্ছাশক্তির জন্য নয়, এই যোদ্ধাদের বীরগাথা সমাজকে অনুপ্রেরণা, শিক্ষা দেয়, বিশ্বাস জোগায়।’
অমিতাভ লেখেন, ‘শত্রুপক্ষের থেকে সংখ্যায় কম থাকলেও, এঁরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালান। এক-ইঞ্চিও নিজের জায়গা থেকে সরে যান না। এঁদের জন্য আমাদের প্রার্থনা করা উচিত।’-এবিপি আনন্দ




Discussion about this post