করাচির রাস্তায় গাড়ি চালানো নিয়ে রেষারেষির জেরে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক ওয়াসিম আক্রমের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ৷ করাচি পূর্ব জোন-এর ডিআইজি মুনির আহমেদ শেখকে উদ্ধৃত করে ‘ডন নিউজ’ জানিয়েছে, এক সন্দেহভাজন ব্যক্তিকে কাদিয়াবাদের দাউদ চৌরঙ্গী এলাকায় তার বাড়িতে হানা দিয়ে আটক করেছে পুলিশ। তিনি বলেছেন, সন্দেহভাজন হিসাবে যাকে আটক করা হয়েছে, তিনি সেদিন আক্রমের গাড়িতে ধাক্কা মারা গাড়ির চালক। আক্রমের মার্সিডিজে ধাক্কা লাগার পর কথাকাটাকাটি হয়, তারপরই চলে গুলি।
বুধবার করাচির ন্যাশানাল স্টেডিয়ামে প্রশিক্ষণ দিতে যাওয়ার সময় আক্রমের গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি৷ কী ঘটেছে দেখার জন্য যে-ই আক্রম গাড়ির বাইরে বেরিয়ে আসেন, সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতী। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে তাঁর গাড়ির চাকায়। কপাল জোরে বেঁচে যান আক্রম। লোকজন জড়ো হওয়ার আগেই পালিয়ে যায় দুষ্কৃতী।
ডিআইজি জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে সনাক্ত করা গিয়েছে। তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে। পাক ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, আক্রম খানিকটা বিধ্বস্ত, বিহ্বল হয়ে রয়েছেন, তবে ঠিকই আছেন। করাচিতেই আছেন তিনি। ন্যাশনাল স্টেডিয়ামে ক্যাম্প দেখভাল করছেন। এ ঘটনায় এতটুকু ভীত নন আক্রম। একেবারেই ঠিক আছেন তিনি। করাচিতে নিয়মিত প্রশিক্ষণও দিচ্ছেন আক্রম।”এবিপি আনন্দ




Discussion about this post