মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে বার্নিকাটসহ কানাডিয়ান ও ড্যানিশ রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, জিএসপিসহ শুল্ক ও কোটামুক্ত পণ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূত বার্নিকাট তার দেশের সরকারের সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি পেতে যে ১৬টি শর্ত বেধে দেওয়া হয়েছিল, সেগুলো পূরণ করেছি আমরা। এখন কেবল শ্রম আইনের বিধামালার ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে, সেটা আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।
তোফায়েল আহমেদ বলেন, জিএসপি স্থগিত থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) ছাড়াও আরও কিছু চুক্তির সুবাদে বাংলাদেশি পণ্যের রফতানি বাধাগ্রস্ত হচ্ছে না।
Discussion about this post