আটকরা হলেন- মুন্সীগঞ্জ সদরের গুহেরকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বাবুল (৩৬) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন রঘুনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইয়াসিন বাবু (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ এর সদস্যরা বেনাপোল বাইপাস সড়ক থেকে দুই জনকে আটক করে। পরে, তাদের বেনাপোল থানায় সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, আটকদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় গাড়ি চুরির একাধিক মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।




Discussion about this post