ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শুভ্রা মুখার্জি নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে (আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ৫১ মিনিটে মৃত্যুরবণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।




Discussion about this post