মঙ্গলবার (১৮ আগস্ট) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণীতে এ তথ্য পাওয়া যায়।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এ নিয়ে কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপুমণি।
বৈঠকে উত্থাপিত কার্যপত্রে বলা হয়, জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের মাধ্যমে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
ওই অধিবেশনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানপাচারসহ আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সার্ক, ওআইসি, ন্যাম, কমনওয়েলথ, অ্যালায়েন্স অব সিভিলাইজেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবেন।
বৈঠক শেষে ডা. দীপুমণি সাংবাদিকদের বলেন, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদে মূল প্রতিপাদ্য কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে।
‘সেখানে আমাদের উন্নয়ন কর্মকান্ড কীভাবে তুলে ধরা যায় তাও পর্যালোচনা করা হয়েছে।
মানবপাচার ইস্যুতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের কথাও অধিবেশনে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সেখানে বাংলাদেশ প্রতিনিধি দল ভূমিকা রাখবে।’
সম্প্রতি ঘটে যাওয়া আন্তর্জাতিক ঘটনাবলী ও মানবপাচার ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল ও মাহজাবিন খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রতিমাসে সংসদীয় স্থায়ী কমিটির একটি করে বৈঠক হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৫মাস পর মঙ্গলবার এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।




Discussion about this post