
মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ‘হার্পার’স বাজার’-এর সেপ্টেম্বর ইস্যুর কভার ছবির জন্য কয়েকটি ন্যুড ফটোশ্যুট করেছেন শ্যারন। নির্মেদ, টানটান ত্বকের শ্যারনকে দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়, নায়িকার বর্তমান বয়স ৫৭! হ্যাঁ, ঠিকই পড়েছেন, ৫৭ বছর বয়সের শ্যারন যেন ‘বয়সের ভারে’ ক্রমেই যুবতী হয়ে উঠছেন। ৫০ পার করা বিশ্বের যে কোনও মহিলার কাছে রোল মডেল হতেই পারেন শ্যারন। হয়েছেনও। শ্যারনে উদ্বুদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে রীতিমতো ‘নগ্ন সেলফি’ আন্দোলন শুরু হয়ে গিয়েছে পঞ্চাশোর্ধ্ব মহিলাদের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ পার করা বহু ফিগার সচেতন মহিলা নিজেদের নগ্ন শরীর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেওয়া শুরু করেছেন। তাঁদের বক্তব্য, নগ্ন শরীর দেখানোর জন্য অষ্টাদশী হতে হয় না।
ব্রিটেন থেকে নিউইয়র্ক- শ্যারনের ফটোশ্যুটে মুগ্ধ ৫০ পার করা মহিলারা। উত্তর লন্ডনের বাসিন্দা সিলভিয়ান ডিগানস্টের বয়স ৫৭ হয়েছে। ওজন ৪৫ কেজি। ছিপছিপে চেহারার ডিগানস্টের কথায়, ‘৫০-এ যে সব মহিলা শরীর দেখাতে লজ্জা পায়, তাদের নানাবিধ অজুহাত শুনে আমি ক্লান্ত। আমি ওই সত্যিতে বিশ্বাসী নই।’ একই বক্তব্য সেন্ট্রাল লন্ডনের জনৈক নাচের শিক্ষিকা মার্সেডিজ ইয়োশিয়োকারও। তাঁর কথায়, ‘শ্যারন অপরূপ সুন্দরী। আমার অনেক বন্ধুই ৪০ পেরনোর পর চামড়ায় ভাঁজ বা চুলে পাক ধরা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু আমি এখনও নিজেকে ২০ বছরেরই মনে করি। তাই আমার শরীর দেখানোর ক্ষেত্রে কোনও কিন্তু ভাব নেই।’
Discussion about this post