ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন ও লরির মধ্যে সংঘর্ষে এক সংসদ সদস্যসহ কমপক্ষে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন আহতের খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) দিনগত রাত ২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ট্রেনের ও দু’জন লরির যাত্রী।
ভেঙ্কটেশ নায়েক নামে নিহতদের একজন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের কর্নাটকের সংসদ সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় যাত্রীবাহী একটি লরি ব্রেক ফেল করলে নান্দেন এক্সপ্রেস নামে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে।
Discussion about this post