হৃত্বিক রোশন বলিউডের জন্য সেরা। এমন মন্তব্য করেছেন জনপ্রিয় নির্মাতা করন যোহর।
জানা গেছে, বলিউডে সুপার হিরো টাইপ ক্যারেক্টার হিসেবে ভাবতে হৃত্বিক ছাড়া আর কাউকেই চোখে পড়ে না বলে জানিয়েছেন নির্মাতা করন। হৃত্বিককে বলিউডের পারফেক্ট সুপারহিরো হিসেবেও আখ্যা দেন তিনি। করনের মতে ভারতীয় সুপারহিরো হিসেবে যদি কাউকে দেখতেই হয়, তিনি হৃতিক রোশন।
উল্লেখ্য, সুপার হিরো হিসেবে বলিউডে হৃত্বিক এরইমধ্যে ‘কৃষ’ ও ‘কৃষ-৩’ করে ফেলেছেন। এখন তিনি অ্যামেরিকান টেলিভিশনের জন্য ‘অ্যারো’-র কাজে ব্যস্ত। ডিসি কমিক্সের চরিত্র গ্রিন অ্যারো অবলম্বনে চরিত্রটি বানানো হয়েছে। এছাড়াও বলিউডের ছবি ‘মাহেঞ্জোদারো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেতা।
Discussion about this post