আমি আমার দাম্পত্য জীবনে এমন একটি সমস্যার সম্মুখীন যা কারো সাথে শেয়ার করতে পারছি না। আমাকে আপনার সুচিন্তিত মতামত/ দিক নির্দেশনা দিলে উপকার হবে। আমি একজন বিবাহিত পুরুষ। আমার ৪ বছর বয়সী একটি লক্ষী মেয়ে আছে। প্রেমের বিবাহিত জীবন ৬ বছর। আমার সাথে প্রেমের আগে স্ত্রীর আরেকজনের সাথে প্রেম ছিলো। পরে আমার সাথে প্রেম ও অতঃপর বিয়ে। ২ বছরের মাথায় পিতা হই। ভালোবাসায় কমতি কমতি আমার বা ওর কোনটাই ছিলো না। সন্তান ওর বাবার বাড়ীতেই হয়। তখন আমি ওখানেই ছিলাম, কয়েকদিন পর নিজ বাড়ীতে এসেই প্রায় ২ মাস প্রচন্ড অসুস্থ হই। তখন ওর সাথে সাবেক প্রেমিকের কথোপকথন হতো ফোনে। যা পরবর্তীতে সাবেক প্রেমিক ব্ল্যাক মেইলের চেষ্টা করে। এর মধ্যে ওর ভুল হচ্ছে নিজ থেকেই বোধ হয় (ওর বক্তব্য)। পরে আমার সাথে শেয়ার করলে মেনে নিই। ওকে মানসিক ভাবে সাহস দেই।
কিছু দিন ভালোই চলে। এর পরবর্তী ঘটনা ফেসবুকে চ্যাট। অন্য একজনের সাথে চ্যাট করার এক পর্যায়ে সীমানা যখন অতিক্রম করবে/ করেছে ঠিক তখনই আমি বাধা দিই। মানে চ্যাটের কথা আমি জানি বলে রিমাইন্ডার দেই। কিন্তুু সে স্বীকার না করে মুছে ফেলে লুকানোর চেষ্টা করে। রাগারাগির এক পর্যায়ে শুধরে দেয়ার চেষ্টা করি এ ভেবে যে মেয়ে সন্তান আছে। এরপর প্রায় বছর বা দেড় বছর পর বর্তমানে ফেবু চ্যাটিং এর আরেকটি বিষয় ধরা পরে। যা সেক্সচ্যাট বলা যায়। ও জানে পাসওর্য়াড জানি আমি। চ্যাটিং চলাকালে মুছে ফেলতো। কয়েকদিন আগে রাতে আমার নজরে আসলে দেখতে থাকি। (বর্তমানে ওর বাবার বাড়ীতে আছে)। চ্যাটিং এর এক পর্যায়ে আমি নক করে আমার জানা কথাটি জানালে আগের মতো অস্বীকার করে সব মুছে ফেলে। কিন্ত আমি তো দেখছি। সে উত্তর না দিয়েই উল্টো রাগ দেখিয়ে আমার ফেবু ব্লক করে পাসওর্য়াড চেঞ্জ করে। কিন্তু আমি ওর পাসওর্য়াড আমার মতো চেঞ্জ করে রেখেছি। এ প্রেক্ষাপটে কি করবো? একজন পুরুষ হিসেবে আর কত ছাড় দিবো? আমার কি করা উচিত, আত্মহত্যা?



Discussion about this post