বাড়ি থেকে ডেকে নিয়ে রংপুরে রাজীব মিয়া (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর শহরের তামপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব শহরের নিউ জুম্মাপাড়া এলাকার হারিস উদ্দিনের ছেলে।
নিহতের বাবা হারিস উদ্দিন বলেন, ‘রাতে মুঠোফোনে কে বা কারা ডেকে নিয়ে যায় রাজীবকে। পরে সাড়ে ১০টার দিকে তামপাট এলাকায় সে খুন হয়েছে খবর পাই। আর কিছুই জানি না।’
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে তামপাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান ওসি।
Discussion about this post