ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙন নদীর ঘিডোব প্রান্তে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মৃণাল কান্তি (১৭) নামে এক কলেজছাত্র।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মৃণাল কান্তি পীরগঞ্জ ডিএন টেকনিকেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ওই উপজেলার ঘিডোব গ্রামের ইকরু চন্দ্রের ছেলে মৃণাল কান্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃণাল তার দুই বন্ধুকে নিয়ে নদীতে গোসল করার সময় স্রোতে ভেসে যায়। এ সময় মৃণাল চিৎকার করলে অপর দুই বন্ধু কৈলাশ ও মিলন তাকে টেনে তুলতে গেলে তারাও স্রোতে ভেসে যায়। ওই দুই বন্ধু কোনো মতে পাড়ে উঠলেও মৃণালকে আর খুঁজে পাওয়া যায়নি।
খনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসাহাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।




Discussion about this post