এব্যাপারে বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন ১৯৪৬ সালের ৯ সেপ্টেম্বর। কিন্তু তিনি ১৫ আগস্ট জন্মদিন পালন করে জাতিকে ব্যথিত ও বিভ্রান্ত করছেন। ভবিষ্যতে ১৫ আগস্ট যাতে তিনি জন্মদিন পালন না করতে পারেন সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে মামলাটি করেন বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মঈন তুষার।
১০ আগস্ট বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করলে আদালত শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন। আদালতের ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী জেলা জজ আদালতে পুনরায় আপিল করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক হোসেন জানান, সদর সিনিয়র সহকারী জজ আদালতের আগের দেয়া খারিজ আদেশ বহাল রাখেন জেলা ও দায়রা জজ আদালত। ফলে মামলাটি খারিজ হয়ে যায়। এই মামলায় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি, কোতয়ালী থানা বিএনপির সভাপতি ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ নম্বর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে ৭ নম্বর বিবাদী করা হয়েছিল।




Discussion about this post