আরাকান আর্মিদের ১০ টি ঘোড়া আটক করার কারণে বিজিবির উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উল্লেখ্য, বুধবার সকাল ৯ টার দিকে বান্দারবানের থানচি সিমান্তে বলিপাড়া মদক বিওপি ও পার্শ্ববর্তী বাতংপাড়ায় এলাকায় বিজিবির একটি টহল দলের উপর গুলি বর্ষণ করে আরাকান আর্মি। বিজিবিও পাল্টা গুলি করে। এসময় আরাকান আর্মির গুলিতে বিজিবির নায়েক জাকির হোসেন গুলিবিদ্ধ হন। পরে বিকাল ৩ টার দিকে সেনা-বিজিবি থানচি সিমান্তে চিরুনি অভিযান শুরু করে। অভিযানে শুরুর পর আরাকান আর্মি পালিয়ে যেতে থাকে। রাত ১২ টার আরাকান আর্মির এক সদস্যকে আটক করে বিজিবি।



Discussion about this post