গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ১১ দফা সনদের সমালোচনা করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আজ যারা জাতীয় ঐক্যের কথা বলছেন, দুইদিন পর তারা বিদেশ পালাবেন। কর্মসূচি দিয়েই বিদেশে পালিয়ে যাবেন। পলায়ন যাদের ইতিহাস তাদের দ্বারা কখনও জাতীয় ঐক্য সম্ভব নয়।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ গণপূর্ত ভবনে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ইতিহাস বলে আজ যারা জাতীয় ঐক্য ঘোষণা করছে তারা জনগণের পক্ষে থাকবে না। তাদের ইতিহাস বলে তারা কখনও জনগণের পক্ষে ছিল না। যখন মানুষ আগুনে পুঁড়ে যায় তখন এরা কোথায় থাকে? জাতীয় ঐক্য একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই হতে পারে। আর কারও নেতৃত্বে নয়।
তিনি বলেন, যারা জাতিতে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্যের ডাক দেয় তারা আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ও আল কায়েদাকেই পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে।
পদ্মা সেতুর অর্থ বিশ্বব্যাংক ষড়যন্ত্র করে ফিরিয়ে নিয়েছে অভিযোগ করে আ. লীগের এই নেতা বলেন, বিশ্বব্যাংকের ষড়যন্ত্রের কারণে তারা অর্থ ফিরিয়ে নিয়েছে। তবুও আমাদের শেখ হাসিনা দেশের টাকায় এ সেতু করছেন।
কামরুল বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। এখন তারা হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা কিন্তু এখনও নিরাপদ নন।
দেশ এখন খাদ্য উৎপাদন ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ দাবি করে খাদ্য মন্ত্রী বলেন, দেশ এখন খাদ্য, কৃষি, যোগাযোগ, প্রত্যেক ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। ১৯৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে। আর আগামী তিন বছরের মধ্যে দেশ মধ্যবর্তী উন্নত দেশে পরিণত হবে। অনেক ষড়যন্ত্রের পরও আমাদের অর্থনীতির ভিত এখন মজবুত।
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, এত খুন আপনি রাখবেন কোথায়। আপনি যত খুন করেছেন সেসব খুনের হুকুমদাতা হিসেবে প্রধান আসামী হবেন। এজন্য প্রস্তুত থাকুন।
সংগঠনের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভুঁইয়া ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।




Discussion about this post