সিলেটের ফেঞ্জুগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মা-লাকী কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের নিয়ে রাত সাড়ে ৮টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার তুলতুলি গ্রামের সাতাও চাকমার ছেলে নিলয় চাকমা (২৮) একই গ্রামের চাইলা মং চাকমার ছেলে জীবন চাকমা (২০), ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার সলিম মিয়ার ছেলে সমছু মিয়া (৪০)।
প্রেসব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এসএম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই উপজাতিসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।




Discussion about this post