আগামী রবিবার আংশিক সূর্য গ্রহণ ঘটবে। ওইদিন বাংলাদেশ মান সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় বিকাল ০৩ টা ০৬ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় দুপুর ১২ টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৮৭৩। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।আইএসপির সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকার আসখাম শহরের দক্ষিণ-পশ্চিমে আগামী রবিবার স্থানীয় মান সময় ভোর ৬টা ৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে এন্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ মহাসাগরে আগামী রবিবার স্থানীয় মান সময় বিকাল ০৫ টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। এন্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে আগামী ১৩-০৯-২০১৫ তারিখে সকাল ০৬ টা ৪৫ মিনিট ০৫ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই সর্বোচ্চ গ্রহণের মাত্রা হবে ০.৭৮৭৩।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।




Discussion about this post