বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনে কেলেঙ্কারির ঘটনায় প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে মার্টিন ভিন্টারকর্নের পদত্যাগের পর সে পদে মাটিয়াস মুলারের নাম ঘোষণা করা হয়েছে।
মার্টিন বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া বিষয়ে আমি বিস্মিত। ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত। ভক্সওয়াগনের এখন নতুন শুরু প্রয়োজন, সেটি ব্যক্তির ক্ষেত্রেও। পদত্যাগের মাধ্যমে সে পথ আমি পরিষ্কার করে দিলাম।
এদিকে, ডিজেল কেলেঙ্কারিতে জড়িতদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানটি। বৈঠকে আলোচনা হয়েছে এ নিয়েও।




Discussion about this post