এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, পাথর বা হাতবোমা ছুড়লে কিংবা তৃতীয় কোনো ব্যক্তি বা ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালে, ইসরায়েল সরকারের নিরাপত্তা পরিষদ তাকে বা তাদের গুলি করার ক্ষমতা দিয়েছে নিরাপত্তা বাহিনীকে।
এছাড়া পাথর ছোড়ার সময় কেউ গ্রেফতার হলে তাকে কমপক্ষে চার বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি আইনও পাস করেছে দেশটির মন্ত্রিপরিষদ।
পরে টুইটারে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, পাথর বা হাতবোমার মতো প্রাণঘাতী কোনো কিছুই নিরবে মেনে নেওয়া হবে না ইসরায়েলে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এখন থেকে ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যরা ফিলিস্তিনি হামলাকারী বা সন্দেহভাজন হামলাকারীদের শুধু গুলিই করতে পারবে না, তারা চাইলে .২২ রুগার স্নাইপার রাইফেলও ব্যবহার করতে পারবে।




Discussion about this post