ভারতের বিহারের মোতিহারিতে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের জনসভা মঞ্চের সিলিং ফ্যান আকস্মিক খুলে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সামান্য আঘাত পেয়েছেন লালু।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিহারের পূর্ব চম্পারনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় মঞ্চে ভাষণ চলছিল। পাশে বসে লালু চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। এ সময় হঠাৎই সিলিং ফ্যানটি খুলে পড়ে তার ডান হাতের ওপর। সামান্য আহত হন তিনি।
এরপর মঞ্চস্থলের আশেপাশে বেশ ভিড় জমে যায়। অবশেষে পরিস্থিতি শান্ত করা হয়।
এ বিষয়ে লালু বলেন, ফ্যানটি আগে দেখেই মনে হচ্ছিল বিপদের। হঠাৎই তা পড়ে গেলো। তবে আর্শীবাদ ছিল বলে কিছু হয়নি বলেও মত দেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি। এরপর তিনি মঞ্চে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যান।




Discussion about this post