ভারত সফরের পর এবার আরব আমিরাত ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।
সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
সূত্র বলছে, চলতি মাসের ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর আরব আমিরাতে এবং ৪ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে।
এর আগে ৪ অক্টোবর রোববার থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারত সফর করেছেন এসকে সিনহা।
প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান জানান, দুবাইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আরব আমিরাত সফর করবেন প্রধান বিচারপতি।
এছাড়া একটি কনফারেন্সে যোগ দিতে ৫ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার অস্ট্রেলিয়া সফর সূচি রয়েছে।




Discussion about this post