বাগেরহাট জেলার রামপালে কুপিয়ে আব্দুল মাজেদ সরদার (৬২) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাজেদ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার রাজনগর গ্রামের মাজেদ রাতে বাসা থেকে পার্শ্ববর্তী কালিকাপ্রসাদ গ্রামের চিংড়ি ঘেরে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং গলা কেটে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি রফিকুল।




Discussion about this post