হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আটক ওই ব্যক্তির নাম হরপ্রিত সিং (২৯)।শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে থাইল্যান্ড এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতীয় এ নাগরিক শাহজালালে অবতরণ করেন। সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, আটক ওই ভারতীয় নাগরিক থাই এয়ারওয়েজের একটি প্লেনে (পিজি-৭৪৫) শাহজালালে অবতরণ করেন। নামার সঙ্গে সঙ্গে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেনটিভ টিম তল্লাশি চালায়। এ সময় তার জুতার ভেতর থেকে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসি শহীদুজ্জামান।



Discussion about this post