দেশের প্রতি ভালোবাসায় ব্যাপক উন্নয়নে বিনিয়োগ করুন। প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখছেন. দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশে দুবাইয়ে বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।<br /> গত বৃহস্পতিবার রাত ৮ টায় সেন্টার ফর এনআরবি আয়োজিত দুবাইস্থ ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।<br /> এনআরবি’র চেয়ার পার্সন এম এস সাকিল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্তি বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ, লেবার কাউন্সিলর এস এম জাকির হোসেন ও কাউন্সিলর ড. শাহ মোহাম্মদ তানভির মনসুরসহ অন্য অতিথিবৃন্দ।<br /> প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের ভাবমর্যাদা উজ্জ্বল হয় সেদিকে খেয়াল রেখে আরব আমিরাতের আইন-কানুন মেনে চলার জন্যে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সভাশেষে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।</p>



Discussion about this post