
বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। তবে কারা এ হুমকি দিয়েছে তা উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় এ হুমকি আসার পর সাড়ে পাঁচটার দিকে তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে গুলশান থানায় তিনি জিডি করেন।
ওসি জানান, গুলশান ২ নম্বরে অধ্যাপক আনিসুজ্জামানের বাসা। মঙ্গলবার সন্ধ্যার দিকে অজ্ঞাত একটি মোবাইল ফোন নম্বর থেকে এসএমএস দিয়ে তাকে হুমকি দেয়া হয়। এএমএসে উল্লেখ করা হয় যে, তাকে কুপিয়ে হত্যা করা হবে। এ ঘটনার পর স্যার থানায় একটি জিডি করেন। হুমকিদাতাদের শনাক্ত করার কাজ চলছে।




Discussion about this post