সিংড়া, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার দায়িত্বরত সিনিয়র সহকারী জজ হুমায়ন কবীরকে প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন করেছে নাটোর জেলা আইনজীবী সমিতি।
রোববার(১৫ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন করেন তারা।
আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ ও মনগড়া বিচারিক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে আইনজীবীরা এ কর্মসূচি পালন করছে।
নাটোর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ নভেম্বর নাটোরের দুটি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিক কারণেই ওই দুই উপজেলার বিচারপ্রার্থী ও আইনজীবীরা আদালতে হাজির হতে পারেননি। অথচ তিনি অন্তত ২০ জন বিচারপ্রার্থীর মামলা খারিজ করে দিয়েছেন।
সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পারভেজ আদালত বর্জনের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।




Discussion about this post