অনলাইন মিডিয়াগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য নিবন্ধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এর মাধ্যমে একটি তথ্য ভাণ্ডার তৈরি করা হবে।
অনলাইন গণমাধ্যমগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য নিবন্ধনের উদ্যোগ জানিয়ে তিনি বলেন, যাতে সবাই গণমাধ্যমের পবিত্রতা রক্ষা করতে পারি।
তিনি বলেন, নিবন্ধন করে সরকার অন্তত জানুক, কারা এখানে (অনলাইন) কীভাবে কাজ করছেন। সেজন্য বিনা পয়সায় নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন নীতিমালা কার্যকর করতে হলে তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে।
অনলাইন নীতিমালা তৈরির জন্য প্রকাশ্যে কাজ শুরু করেছি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
যারা অনলাইনে কাজ করছেন তাদের সাহায্য করার জন্যই এ নিবন্ধন। আশা করি নিবন্ধন কার্যক্রম সাহায্য করবে।




Discussion about this post