নগরীতে ৫ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে চারজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে চট্টগ্রাম আদালত। একইসঙ্গে আসামীদের প্রত্যেককে পৃথক দুইটি ধারায় দুইবার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সুজন, ফারুক, আনোয়ার ও ইদ্রিস। এদের মধ্যে সুজন পলাতক রয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আইয়ুব খান জানান, নগরীর হালিশহর থানার বি-ব্লক আবাসিক এলাকার বাসিন্দা রিয়াজউদ্দিনের শিশুপুত্র ইয়াসিন আরাফাত আবিরকে অপহরণের পর হত্যার দায়ে চার আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আসামিদের প্রত্যেককে পৃথক দুইটি ধারায় দুইবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর হালিশহর এলাকার একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্র ইয়াসিন আরাফাত আবিরকে অপহরণ করে আসামিরা।
অপহরণের সময় শিশুটির বয়স ছিল ৫ বছর ৪ মাস। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করলেও পরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে তারা।
ঘটনার পরদিন ১৮ ডিসেম্বর শিশুটির বাবা রিয়াজউদ্দিন বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। মামলার চার্জশিট দাখিল করা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর। ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি চার্জশিটের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।
২৮ জন সাক্ষীর মধ্যে ২১জনের সাক্ষগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।




Discussion about this post