রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকার একটি মেস থেকে ১১টি ককটেলসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, মতিঝিল থানার শিবিরের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন হিমেল, পল্টন থানার সভাপতি মো. রাসেল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়।




Discussion about this post