নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১১ জন, শৈলকুপা থেকে ৬, মহেশপুরে ১২, হরিণাকুন্ডুতে একজন, কালীগঞ্জে ৪ ও কোটচাঁদপুর থেকে ৩ জনকে আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ জানান, জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা আশঙ্কায় ও বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন জামায়াত ও একজন শিবির কর্মী রয়েছে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।




Discussion about this post