কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের ডাকা ধর্মঘটে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে অবস্থান নেন।
কুবি শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এ কমর্সূচি পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার সময় বহিরাগতদের নিয়ে ছাত্রলীগ নেতাদের ওপর হামলার দায়ে তারা এ বহিষ্কার দাবি করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল থেকে আগের নির্ধারিত পরীক্ষা হয়নি।
Discussion about this post