
হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, সেবার মানসিকতা নিয়ে এ পেশায় থাকতে হবে। ন্যায়বিচার পেতে বিচারপ্রার্থীদের সাহায্য করতে হবে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে তার বিদায়পূর্ব এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইন অঙ্গনে বিচারপ্রার্থীরা আসেন ন্যায়বিচার পেতে। তাদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করতে বিচারপতি ও আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আর্থিক লাভালাভই মুখ্য নয়, সেবাকে প্রাধান্য দিতে হবে।’
বিচারপতি নজরুল ইসলাম বলেন, ‘অনেক গরিব-দুস্থ-অসহায় বিচারপ্রার্থী আদালতে আসেন মামলা নিয়ে, আইনজীবীদের সেই মামলা আমানত হিসেবে গ্রহণ করতে হবে, যাতে তারা সুবিচার থেকে বঞ্চিত না হন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদার, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকসহ অনেক সিনিয়র আইনজীবী।




Discussion about this post