চুয়াডাঙ্গা দামুড়হুদা ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাহুল মণ্ডল নামে সেদেশের তালিকাভূক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বিজিবি এবং বিএসএফের মোস্ট ওয়ান্টেড ছিল।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক আনোয়ার জাহিদ জানান, ভোরে ভারতের নদীয়া জেলার মালুপাড়া এলাকায় (বাংলাদেশের ঠাকুরপুর) বিএসএফের সঙ্গে সংঘর্ষে রাহুল মণ্ডল নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি ভারত ও বাংলাদেশে সন্ত্রাসী ও ডাকাতির সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, গত বছরের ১২ ডিসেম্বর মালুপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে কুপিয়ে বাম হাতের ৪ আঙ্গুল ফেলে দেয় এবং ডান হাতের কব্জি প্রায় আলাদা করে ফেলে।




Discussion about this post