মানিকগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জজশীপের বার্ষিক জুডিসিয়াল কনফারেন্স সিনিয়র জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে মুল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম।<br /> সভায় জানানো হয়, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়ানী ও ফৌজদারি আদালতে মোট ২১ হাজার ৭১৫ টি মামলার মধ্যে ১২ হাজার ৪৯৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।<br /> আর বিচারাধীন রয়েছে বাকী ২২হাজার ৬২০টি মামলা। এছাড়া ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ হাজার ৬২০টি মামলার মধ্যে ১৩ হাজার ৩৪৪টি মামলা নিষ্পত্তি ও বাকী ২৩হ াজার ৬৬১টি মামলা বিচারাধীন রয়েছে।<br /> এছাড়া জেলা লিগ্যাল এইড অফিসে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বও’-২০১৫ পর্যন্ত ১০টি মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। ১২১টি আইনগত পরামর্শ ও ৬৯৩টি আইনগত সহায়তা প্রদান করা হয়।<br /> সভায় আরো জানানো হয় বিচারক স্বল্পতা ও অবকাঠামো কম থাকায় প্রতিদিনই মামলার সংখ্যা বাড়ছে। মামলার জট কমাতে, দ্রুত মামলা নিষ্পত্তি করতে সকল বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা বাড়ানোর আহবান জানানো হয়।<br /> জেলা লিগ্যাল এইড অফিসার রওশন জাহান এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক হাসিন রওশন জাহান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নিগার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জিপি অ্যাডভোকেট মেহের উদ্দিন, নারী শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট একেএম নূরুল হুদা রুবেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমূখ।</p>




Discussion about this post