ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলার জামিন দেয়ার অভিযোগ এনে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি গতকাল এক জরুরি সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অবকাশকালীন জজ ড. আব্দুল মজিদের আদালত গতকাল রোববার থেকে অনিদৃষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত অবকাশকালীন আদালত থেকে ড. মজিদকে বদলির দাবি জানানো হয়েছে।<br /> জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রাব্বিউল হাসান মোনেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সমিতিরি সাধারন সম্পাদক আবু নাসিম মো. শামিমুল ইমাম শামীম, মোস্তাফিজুর রহমান, অ্যাড শাহানুর রহমান শাহীন।<br /> সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অবকাশকালীন জজ ড. আব্দুল মজিদের সঙ্গে জয়পুরহাট আইনজীবী সমিতির সদস্য নাজমুল ইসলাম জনি ঘুষ, দুর্নীতির যোগসাজস করে জাল কাগজপত্র তৈরীর মাধ্যমে আদালত থেকে জামিন করার কারনে তার আইনজীবী সমিতির সদস্যপদ অদ্য রোববার হইতে সাময়িক স্থগিত করা হয়। একই সঙ্গে সমিতি থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কার কেন করা হবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়।</p>




Discussion about this post