
পৌর নির্বাচনে ঘোষিত তফসিলের বিধিমালা ১৯ এর ২, ৩, ৪ ও ৫-এ ত্রুটি থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের বিষয়টি স্পষ্ট করতে এবং এ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনটি সোমবার হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।
বিচারপতি সারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে ১০৫ নম্বর তালিকায় রাখা হয়েছে।
রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পৌরসভা নির্বাচন সংক্রান্ত রিট আবেদনটি মোশন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে।’
ব্যারিস্টার একেএম এহসানুর রহমানসহ সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার এ রিট আবেদনটি করা হয়।
রোববার রিটকারীর আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, ‘যখন একজন সাধারণ কাউন্সিলর এ তফসিল অনুযায়ী, প্রতীক নির্বাচন করতে যাবেন তখন তিনি দ্রষ্টব্য দেখে উল্লিখিত বিধি খোঁজার চেষ্টা করবেন। কিন্তু ওই প্রার্থী তো কোনোভাবে তা খুঁজে পাবেন না। এ কারণে নির্বাচনের প্রতীক বরাদ্দসহ বাকি সব কার্যক্রম স্থগিত চেয়েছি।’
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপসচিব, আইন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।




Discussion about this post