
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি রাজধানীর নিউ মার্কেট থানায় একটি জিডি করেছেন।
গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরের আগে ‘আনসারুল্লাহ’র প্যাডে হত্যার হুমকি সম্বলিত চিঠিটি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তার বাসায় পৌঁছে বলে জানান মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য ২০১৫ সালে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিনি।
হুমকির বিষয়ে মনজিল মোরসেদ জানান, সুপ্রিম কোর্টে থাকা অবস্থায় এ খবর জানতে পেরে নিউ মার্কেট থানায় জিডি করেছি। চিঠিটি কোনো ডাকে পাঠানো হয়নি।
নিউ মার্কেট থানার ওসি আরাফাত হোসেন জানান, দুপুর ২টার দিকে মনজিল মোরসেদ জিডিটি করেছেন।




Discussion about this post