জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীর মধ্যে দু’জন পৃথক দু’টি মামলায় জামিন পেয়েছেন। এরা হলেন, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)।
চলতি বছরের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে লিটন ও বাপনের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকেও (৩৯) গ্রেপ্তার করেছিল র্যাব।
তাদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, তিন আইনজীবীর মধ্যে আমরা শাকিলা ফারজানার জামিনের আবেদন করিনি। বাকি দু’জন দুই মামলায় জামিন পেয়েছেন।
ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদেও আছেন তিনি।
এদের মধ্যে শাকিলা ফারজানা ও হাসানুজ্জামান লিটন সুপ্রিম কোর্টে এবং মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে আইন পেশায় যুক্ত আছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তিন আইনজীবী চার ধাপে শহীদ হামজা ব্রিগেডের নেতা মনিরুজ্জামান ডনসহ কয়েকজনের অ্যাকাউন্টে নগদে এক কোটি আট লক্ষ টাকা জমা দিয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা দিয়েছেন ৫২ লক্ষ টাকা। তিনি প্রথম ধাপে ২৫ লক্ষ ও পরবর্তী ধাপে ২৭ লক্ষ টাকা জমা দিয়েছেন। হাসানুজ্জামান লিটন ৩১ লক্ষ টাকা এবং বাপন দিয়েছেন ২৫ লক্ষ টাকা।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী এলাকায় ‘আল মাদরাসাতুল আবু বকর’ নামে একটি কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব মাদ্রাসাটিকে হামজা ব্রিগেডের তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।




Discussion about this post