স্টাফ করেসপন্ডেন্ট,বিডি ‘ল’ নিউজ ডটকমঃ যশোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জামায়াতের তিন নেতাকর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গ্রেফতার হওয়ারদের মধ্যে তিনজন জামায়াতের নেতাকর্মী রয়েছে। বাকীরা নাশকতাসহ বিভিন্ন নিয়মিত মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।




Discussion about this post