মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে কনের বাবা আলমগীর হোসেনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আলমগীর উপজেলার গাঁড়াডোব গ্রামের আব্দুল মতিনের ছেলে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের ভয়ে বরের বাবা মেহেরুল ইসলাম পলাতক রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন বলেন, তিনমাস আগে গোপনে আলমগীর তার স্কুলপড়ুয়া মেয়েকে একই উপজেলার চিৎলা গ্রামের মেহেরুল হকের ছেলের মামুনের সঙ্গে বিয়ে দেন। সকালে আলমগীরের বাড়িতে অনুষ্ঠানিক ভাবে কনে তুলে দেওয়ার আয়োজন চলছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনের বাবাকে আটক করে।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠায়।




Discussion about this post