গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. আনিছুর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পাঠানো কারণ দর্শানোর চিঠিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে জবাব দেওয়া জন্য নির্দেশ দিয়েছেন ইসি।
নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে মেয়র প্রার্থী মো. আনিছুর রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে-একটি জাতীয় দৈনিকে শুক্রবার প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে।




Discussion about this post