অনুমতি ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার দায়ে ওমেগা এক্সিম লিমিটেডের চারজনকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অানুমানিক দু’কোটি টাকা মূল্যের বিদেশি খাদ্যদ্রব্য জব্দসহ চারজনকে আটক করে র্যাব-২।
র্যাব-২’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন বলেন, ওমেগা নামের কোম্পানিটি দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া বিএসটিআই’র লোগো ব্যবহার করে
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করে আসছিলো। কোম্পানিটি অ্যাগোরা, মীনা বাজার, প্রিন্স বাজারসহ দেশের নামী-দামী সুপারশপে বিদেশি চিপস, জুস, ক্যান্ডি ও সস সরবরাহ করতো।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কোম্পানির আটক ডেপুটি ম্যানেজার রকিবুল হাসানকে ছয় লাখ, সহকারী ম্যানেজার কামরুল হাসান ও প্রধান ডিস্ট্রিবিউটর সাইফুল ইসলামকে আট লাখ এবং লজিস্ট্রিক অফিসার জাহিদ আলমকে দু’লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




Discussion about this post